এক নজরে যুব কার্যক্রম
যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবদের আত্নকর্মসংস্থান ও কর্মসংস্থানে নিয়োজিত করার লক্ষ্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান এবং যুবঋণ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে । এ লক্ষ্যে চিতলমারী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ১৮-৩৫ বছর বয়স্ক বেকার যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে তাদের আত্নকর্মসংস্থানে নিয়োজিত হতে সহযোগিতা করা হচ্ছে। তাছাড়া তাদের গৃহিত প্রকল্প সম্পসারনের জন্য সরকারি বিধি মোতাবেক ঋন দিয়ে প্রকল্প সম্পসারণে সহযোগিতা করা হচ্ছে ।
এক নজরে চিতলমারী উপজেলার যুব কার্যক্রম নিম্নের ছকে দেখানো হলো।
ক্রমিক নং |
সেবার নাম |
বিস্তারিত |
ক্রমপুঞ্জিত অগ্রগতি |
1. |
প্রশিক্ষন |
ক) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ :- উপজেরা পর্যায়ে ৭দিন মেয়াদি মৎস্য চাষ, হাঁস-মুরগী পালন, গাভী পালন, গরু মোটাতাজাকরন, নার্সারী, হস্তশিল্প, সবজি চাষ, পোশাক তৈরী, বিউটিফিকেশন, ব্লক ও বাটিক প্রিন্ট সহ স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে যে কোন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়। খ) জেলা কার্যালয় ও যুব প্রশিক্ষণ কেন্দ্রে :- প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ১ মাস মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ ৩মাস মেয়াদী গবাদি পশু হাঁস-মুরগী পালন মৎস্য চাষ ও কৃষি বিষয়কপ্রশিক্ষণ, পোষাক তৈরী, কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন, ফ্রি ল্যান্সিং/আউট সোর্সিং, বিউটিফিকেশন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এ্যান্ড হাউজ ওয়ারিং ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হয়। |
৬,৩১৪ জন |
|
আত্নকর্মসংস্থান |
|
৪,০০০ জন |
|
যুবঋণ বিতরণ (আত্নকর্মসংস্থান) |
১জন কে প্রথম দফায় সর্বোচ্চ ৪০,০০০/- টাকা এবং তৃতীয় দফায় সর্বোচ্চ ১,০০,০০০/- টাকা। |
৩,২৫,৪৮,৬০০/- টাকা |
|
উপকারভোগী |
|
১৩৬৭ জন |
|
পরিবার ভিত্তিক ক্ষুদ্রঋণ বিতরণ |
১জন কে প্রথম দফায় সর্বোচ্চ ১২,০০০/- টাকা এবং তৃতীয় দফায় সর্বোচ্চ ২০,০০০/- টাকা। |
২৪,০০,০০০/- টাকা |
|
উপকারভোগীর সংখ্যা |
|
২০০ জন |
|
নিবন্ধনকৃত ও স্বীকৃতিপ্রাপ্ত যুব সংগঠনের সংখ্যা |
|
১০টি |
|
যুব কল্যাণূ তহবিল ও অনুন্নয়ন খাত থেকে অনুদান |
|
৩,৭৯,০০০ টাকা |
|
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস